. যোগাযোগ: উপজেলা ভূমি অফিস হতে জেলা সদরের দুরুত্ব প্রায় ৩৩(ত্রেত্রিশ) কিলোমিটার। দেশের বিভিন্ন স্থানে যায়ার জন্য ট্রেন লাইন রয়েছে। ট্রেনের মাধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, চট্ট্রগ্রাম, সিলেট সর্বত্র ট্রেনে যাোয়া যায়। বাসে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যায়। জীবননগর হতে পার্শ্ববর্তী উপজেলায় দর্শনা নামক স্থানে বাংলাদেশের বৃহত্তম কেরু কোম্পনী রয়েছে। কলিকাতা ঢাকা দর্শনা ট্রেন ভ্রমনের ব্যবস্থা আছে। জীবননগর হতে দর্শনার দুরুত্ব প্রায় ১৪(চৌদ্দ) কিলোমিটার। জীবননগর চুয়াডাঙ্গা জেলার সর্ব দক্ষিনে অবস্থিত। জীবননগর উপজেলা পরিষদ হতে পশ্চিম দিকে প্রায় ০৫(পাচ) কিলোমিটার ভারতের সীমান্ত বর্ডার রয়েছে। এউপজেলা হতে প্রায় ০৩(তিন) কিলোমিটার দক্ষিনে দক্ষিন এশিয়া মহাদেশের বৃহত্ত্বম কৃষি ফার্ম রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস